Notice

জাতীয় শোক দিবস পালন প্রসঙ্গে

মহারাজপুর উচ্চ বিদ্যালয়


মিয়াপাড়া, মহারাজপুর, সদর, চাঁপাইনবাবগঞ্জ


স্থাপিত: ১৯৬৪


মোবাইল: ০১৩০৯১২৪৫১৯




 শোক নোটিশ


তারিখ: ২২ জুলাই ২০২৫




গতকাল ২১ জুলাই ২০২৫ তারিখে এক মর্মান্তিক প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় দেশের এক জন সম্মানিত বিমানবাহিনীর সদস্য শহীদ হন এবং একই দুর্ঘটনায় মাইলস্টোন স্কুলের বহু ছাত্র-ছাত্রী অকাল মৃত্যুবরণ করেন।




এই হৃদয়বিদারক ঘটনায় মহারাজপুর উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে আমরা গভীর শোক প্রকাশ করছি এবং তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। একইসাথে শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি।




এই উপলক্ষে আজ বিদ্যালয়ে নিম্নের কর্মসূচি গ্রহণ করা হয়েছে:




 শোকসভা


 ১ মিনিট নীরবতা পালন


 বিশেষ দোয়া মাহফিল




 সময়: সকাল ১১:০০ টা


 স্থান: বিদ্যালয় প্রাঙ্গণ




সকল শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।




প্রধান শিক্ষক


মহারাজপুর উচ্চ বিদ্যালয়